মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে ফোন করলো নাসার ইনজিনুইটি হেলিকপ্টার।নাসা বলছে, এই হেলিকপ্টারটি তাদের মঙ্গল রোভার পার্সিভারেন্সের ‘সাইডকিক’। এটি ফোন করে জানিয়েছে, তার অবস্থান বেশ ভালো। হেলিকপ্টারটি রোভারটির মাধ্যমে নাসার মার্স রিকনিসেন্স অরবিটারকে ব্যবহার করে পৃথিবীতে ফোন করে। আগামী ৩ থেকে ৬০দিন এটি রোভারটির সঙ্গে আটতে থাকবে। -সিএনএন, বিবিসি
নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের অ্যাসোসিয়েট অ্যাডমিনেস্ট্রেটর থমাস জুরবুচান বলেছেন, তার কাছে এই মূহুর্তটি রাইট ব্রাদার্সের প্রথম উড্ডয়নের মতোই মনে হচ্ছে। পার্সিভারেন্সের টুইটার একাউন্ট থেকে বলা হয়েছে, ‘মঙ্গলের যে হেলিকপ্টারটিকে আমি বহন করছি, ইনজিনুইটি ধারণামতোই কাজ করছে। আমি এখন একে চার্জ করছি। একবার একে আমি ছেড়ে দিলে সে নিজের সোলার প্যানেল দিয়েই কাজ চালাতে পারবে। যদি সে শীতল মঙ্গল রাতগুলোতে টিকে যায়, আমাদের টিম একে উড়ানোর চেষ্টা করবে।’ মঙ্গলবার রোভারটি মঙ্গলে নিরাপদ অবতরণ করে। পার্সিভারেন্স ইতোমধ্যেই লাল গ্রহটি থেকে ছবি পাঠিয়েছে। এরপরই প্রথমবারের মতো হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগে সক্ষম হয় হেলিকপ্টারটি। বর্তমানে রোভারটির পেটে ঝুলে আছে ইনজিনুয়েটি। এটির ওজন ৪ পাউন্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।