বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে বাইক নিয়ে ছিনতাইকারি চক্রের এক সদস্যকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম প্রাথমিক ভাবে গোপন রাখা হয়েছে।
রাজশাহী মহানগরকে আধুনিক নিরাপদ শহর গড়ার লক্ষে পুলিশ কমিশনার মহোদয় এর নির্দেশনায় আরএমপি’র সিসি ফুটেজ এর মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার (রাজপাড়া) উদয় কুমার সাহার নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদী হাসান, এসআই মোঃ মকবুল হোসেন পিপিএম, এসআই মোঃ নুরুল ইসলাম, এসআই মোঃ মোতালেব হোসেনসহ অফিসারদের সহায়তায় ছিনতাইকারী সঙ্গবদ্ধ চক্রদের একজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে তাকে ছিনতাই হওয়া কিছু জিনিস পত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে ।
আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দস জানান, নগরীতে বিভিন্ন সময় বাইক নিয়ে ছিনতাই এর ঘটনাকে কেন্দ্র করে ও সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের একজন কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে থেকে ছিনতাইকরা কিছু ব্যগপত্র উদ্ধার করে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামীর দেওয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।