মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ডলারের বিপরীতে বেড়েই চলছে তুর্কি লিরার মূল্য। সোমবার বিগত ছয় মাসে সর্বোচ্চ মূল্যে ডলার ও লিরার লেনদেন হয়েছে। অর্থনীতিতে দেশটির নতুন যুগের স‚চনার অঙ্গীকারে মূল্য বেড়েছে তুর্কি লিরার। গত ৫ আগস্টের পর মার্কিন ডলার ও তুর্কি লিরার বিনিময় হার সর্বনিম্ন ছয় দশমিক নয় নয় সাত নয় পর্যন্ত পৌঁছেছে। গত বছর প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অর্থনৈতিক ও আইনি সংস্কারের দুঃসাহসী কর্মপরিকল্পনার ঘোষণা, তুরস্কের নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনা দলের বাজার-বান্ধব পদক্ষেপ এবং কেন্দ্রীয় ব্যাংকের মূল্য স্থিতিশীল রাখার অগ্রাধিকারের কঠোর অর্থনৈতিক নীতির অবস্থানের পরিপ্রেক্ষিতে এই অবস্থানে পৌঁছেছে তুর্কি লিরার মান।
তুরস্কের ব্যাংকিং ব্যবস্থা নজরদারি করা সংস্থার স্বাভাবিকীকরণ পদক্ষেপ, মৌলিক নীতিমালায় কেন্দ্রীয় ব্যাংকের ফিরে আসা এবং বিশ্বাসযোগ্যতা ও যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহারের মাধ্যমে অন্য মূদ্রাগুলোর বিপরীতে তুর্কি লিরার অবস্থান করার বিষয়টি তরান্বিত হয়েছে। গত নভেম্বরে ডলারের বিপরীতে লিরা সর্বোচ্চ আট দশমিক পাঁচ আট তিন দুই হারে বিনিময় করা হয়। সূত্র : ইয়েনি শাফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।