Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩শ’ মিলিয়ন ডলারের তুর্কি ড্রোন কিনছে রোমানিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বের সর্বাধুনিক সামরিক ড্রোন হিসেবে পরিচিত তুর্কি বায়রাকতার টিবি-২ ড্রোন কিনছে রোমানিয়া। তুরস্ক বৃহস্পতিবার জানিয়েছে, ২৯৯.৬ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে রোমানিয়া ১৮টি বায়রাকতার ড্রোন কিনতে যাচ্ছে। বায়রাকতার টিবি-২ হলো তুরস্কে তৈরি আক্রমণকারী ড্রোন। এটির নকশাকার হলেন সেলজুক বায়রাকতার। তুর্কি ভাষায় বায়রাকতার শব্দের অর্থ হলো পতাকাবাহী। এটি তুরস্ক বিমানবাহিনীর জন্য প্রাথমিকভাবে নকশা করা হয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পার্লামেন্ট তুর্কি এসব ড্রোন কিনার বিষয়টি অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র তুরস্কে সশস্ত্র ড্রোন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে বায়রাকতার টিবি২ উৎপাদনে উৎসাহিত হয়েছিল দেশটি। বায়রাকতার টিবি-২ ২০১৪ সালের আগস্ট মাসে প্রথম উড্ডয়ন করে। ২০১৫ সালের ১৮ ডিসেম্বরে এটি প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ২০১৮ সালে কাতারের সামরিক বাহিনীর কাছে প্রথম ছয়টি ড্রোন বিক্রি করে। এর পর একই বছর ইউক্রেন সেনাবাহিনীর কাছে ৬৯ মিলিয়ন ডলার মূল্যের ১২টি বায়ারাকতার এবং ৩টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বিক্রয়ের জন্য চুক্তি করেছিল তুরস্ক। ইউক্রেন ২০১৯ সালের মধ্যে সবগুলো ড্রোন হাতে পায়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে এসব ড্রোন বেশ কার্যকরভাবে ব্যবহার করছে কিয়েভ। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩শ’ মিলিয়ন ডলারের তুর্কি ড্রোন কিনছে রোমানিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ