Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টফি অ্যাপে বাংলায় জনপ্রিয় তুর্কি সিরিজ সুলেমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ১২:০৫ এএম

বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি আগামী ৮ জুন থেকে বাংলায় তুর্কি থ্রিলার সিরিজ ‘সুলেমান’ প্রচার করবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে যেকোনো নেটওয়ার্ক থেকে সিরিজটি ফ্রি দেখা যাবে। সিরিজের প্রধান চরিত্র সুলেমান অর্থনীতি বিভাগের একজন নামী অধ্যাপক। দুর্নীতিপরায়ণ সহকর্মীর মিথ্যা অপবাদে চাকরী থেকে বরখাস্ত হয়ে সারাজীবন আদর্শবান থেকে কেন এমন হলো, যখন এই চিন্তা তাকে কুঁড়েকুঁড়ে খাচ্ছে; তখন একমাত্র সন্তানের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিরাট অংকের টাকা। সবাই বিপদের সময় মুখ ফিরিয়ে নেয় সজ্জন মানুষটির দিক থেকে। প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন সুলেমান। জড়িয়ে পড়েন অন্ধকার জগতের সঙ্গে, যেখান থেকে ফেরা মুশকিল। সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন হালিথ আরগেঞ্চ, যিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তার অভিনীত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এর নাম ভ‚মিকায় অভিনয়ের জন্যে। এছাড়াও ‘সুলতান সুলেমান’-এর বেশ কয়েকজন প্রধান শিল্পী অভিনয় করেছেন, যাদের মধ্যে আছেন নূর ফাত্তাহগলূ এবং ওযান গিউভেন। সিউল আন্তর্জাতিক ড্রামা অ্যাওয়ার্ডস ২০২০ মনোনয়নপ্রাপ্ত পারিবারিক থ্রিলারধর্মী এই ধারাবাহিকে সুলেমানের লড়াই একজন বাবার, একজন স্বামীর কিংবা একজন নিষ্ঠাবান মানুষের। পরিবারকেন্দ্রীক গল্প হবার কারণে বাংলাদেশের দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে সিরিজটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুর্কি সিরিজ সুলেমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ