Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুকুর-বিড়ালেরও করোনা টেস্ট করবে সিউল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০৪ পিএম

পোষা কুকুর-বিড়ালের দেহে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে তাদেরও পরীক্ষা করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেট্রোপলিটন সরকার। একটি পোষা বিড়ালের দেহে প্রথমবারের মতো করোনা সংক্রমণ ধরা পড়ার কয়েক সপ্তাহ পরে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সিউলের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক একজন কর্মকর্তা পার্ক ইয়ো-মি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, কোনো পোষা কুকুর বা বিড়ালের জ্বর কিংবা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলেই কেবল তাদের করোনা টেস্ট করা হবে। ফল পজিটিভ হলে পোষা প্রাণীদের আইসোলেশন সেন্টারে না পাঠালেও চলবে। তবে বাড়িতে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ বিশেষজ্ঞের। তবে মানুষ এবং পোষা প্রাণীর মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি।

পার্ক ইয়ো-মি আরও জানান, কুকুর বা বিড়ালের মালিক যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকেন বা করোনা সংক্রমিত প্রাণিকে দেখাশোনা করতে না পারেন, তবেই তার পোষা প্রাণীকে আইসোলেশন সেন্টারে রাখা যাবে। তিনি পোষা প্রাণীদেরকে মানুষের কাছ থেকে অন্তত দুই মিটার দূরে রাখার কথা জানিয়ে সিউলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছেন। সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ