গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আয়কর ফাঁকির মামলায় কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার সকালে ঢাকা বকশিবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করা হয় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে। কিন্তু সাক্ষীর অসুস্থতার কারণে আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি। এ কারণে আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।
এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।