বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার চার্জশুনানির তারিখ পেছাল।
সোমবার (২৮ ডিসেম্বর) পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে অর্থ আত্মসাতের মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।
তবে মামলার যাবতীয় কাগজপত্র না পাওয়ায় চার্জশুনানির বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারেননি বলে শুনানি পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামি ১১ জানুয়ারী চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রিজনভ্যানে না এনে মাইক্রোবাসে আনার আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক আদেশ দিয়েছেন তাকে যেনো মাইক্রোবাসে আনার ব্যবস্থা করা হয়।
এরআগে এদিন দেলাওয়ার হোসাইন সাঈদীকে ৯টা ৫০ মিনিটে পুলিশ কাশিমপুর কারাগার থেকে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।