Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিকের মূল চরিত্রে নাঈম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৬ পিএম

টেলিভিশন নাটকের আলোচিত অভিনেতা এফ এস নাঈম। খন্ড নাটক-টেলিফিল্ম ও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন তিনি। সম্প্রতি শুটিং শুরু হওয়া নতুন একটি ধারাবাহিক নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। নতুন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, নতুন গল্পের সুন্দর একটি নাটক 'ছোট ভাই'। নাটকের গল্প লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে নাম-ভূমিকায় অভিনয় করছি। অনেক দিন পর ভালো একটি চরিত্র করছি।

মূলত 'ছোট ভাই' একটি সিচুয়েশনাল কমেডি ধরনের নাটক। এর মধ্য দিয়েই সমাজ ও দেশের বিভিন্ন জনসচেতনতামূলক ইস্যু গুলো তুলে ধরা হবে। পাশাপাশি গল্পে বাংলাদেশের নাটক ও থিয়েটারের ঐতিহ্য তুলে ধরা হবে।

দুই ভাই একসঙ্গে থাকে। তাদের পাশাপাশি একটি মহিলা হোস্টেলে চারটি মেয়ে থাকে, যারা পড়াশোনার পাশাপাশি গ্রম্নপ থিয়েটার করে। ছোট ভাইয়ের গ্রম্নপ থিয়েটারের প্রতি ভালোবাসা আছে। থিয়েটারের মেয়েদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যায় নাটকের গল্প।

গণমাধ্যমকে নাঈম আরো বলেন, আমাদের দেশের দর্শকরা নাটক প্রেমিক। তারা প্রচুর নাটক দেখেন। দর্শকরা নাটক দেখেন বলেই আমরা অভিনয় নিয়ে সারা বছর ব্যস্ত থাকি। তবে দর্শক ভালো নাটক দেখতে চান। আমি মনে করি যদি গল্প ভালো হয় তাহলে মানুষ নাটক দেখতে বাধ্য। কারণ গল্পই হচ্ছে আসল হিরো। গল্পের উপর কোনো হিরো নাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাঈম

২৮ এপ্রিল, ২০২২
১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ