Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিনতাইয়ের কবলে পড়ে আহত নায়লা নাঈম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ২:৪৭ পিএম

ছিনতাইয়ের কবলে পড়ে আহত হয়েছেন দেশের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। রবিবার (১০ অক্টোবর) সকালে মগবাজার রেল ক্রসিং সিগনালের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময়ে তিনি স্কুটিতে ছিলেন, ছিনতাইকারীর হাত থেকে বাঁচত গিয়ে স্কুটি থেকে পড়ে গিয়ে আহতও হয়েছেন তিনি। রবিবার রাত ৯টায় ফেসবুকে পুরো ঘটনার বর্ণনা নায়লা নাঈম নিজেই দিয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নায়লা নাঈম লেখেন, ‘আজ দুপুরবেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাবার পরে ট্রেনের সিগনাল ছেড়ে দেয়ার পর রেল ক্রসিং পার হওয়ার সময় দুইজন কালো মতন ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো সামনের দিকের মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা এমনভাবে টানা-হ্যাঁচড়া শুরু করে। যেহেতু, পিকআপ কমানো ছিল কারণ রেল ক্রসিং পার হচ্ছিলাম, সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না এবং আমি পড়ে যাওয়ার পড়েও ছেলেটা ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল। পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌঁড়ে এসে আমাকে তুলে দেয়!’

নায়লা নাঈম আরও লেখেন, ‘দিনের আলোতে সবার সামনে, এতো মানুষের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। বামে দ্রুতগামী পিকআপের নিচে আমি পড়ে যেতে পারতাম যদি পিকআপটা টান দিতো তাহলে! কনুইতে আঁচড় লেগেছে। হয়তো অল্পের ওপর দিয়ে বেঁচে গিয়েছি। কিন্তু, এগুলোর সমাধান আসলে কোথায়? এই বিষাক্ত শহরে আমি আর থাকতে চাই না!’

উল্লেখ্য, নায়লা নাঈম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত সমালোচিত। মডেল হিসেবে শোবিজের মাধ্যমে তার কর্মজীবনের শুরু। মডেলিংয়ের পাশাপাশি আইটেম গানের পারফর্ম করে আলোচনায় থেকেছেন তিনি। পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও। ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক শেষ করেছেন তিনি। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকার দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়লা নাঈম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ