প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পয়েছে সৈয়দ আহমেদ শাওকীর ওয়েব সিরিজ ‘কারাগার’-এর প্রথম কিস্তি। গত বৃহস্পতিবার রাতে হইচইয়ে মুক্তি পায় ওয়েব সিরিজটি। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। সঙ্গে রয়েছেন সালেহ সোবহান অনিম। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, এফ এস নাঈম, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ। সিরিজটির বিষয়বস্তু ও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা এফ এস নাঈমের অভিনয় দর্শক প্রশংসিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিরিজটি নিয়ে আলোচনা চলছে। এফ এস নাঈম বলেন, কাজের প্রশংসা পেলে সবারই ভালো লাগে। হইচইয়ের মতো বড় প্ল্যাটফর্মে আমার প্রথম কাজটি প্রদর্শিত হওয়ার পর প্রশংসা পাওয়ায় মনে হচ্ছে পরিশ্রম সার্থক হয়েছে। নাঈম বলেন, যখন সিনিয়র শিল্পীরা ফোন করে অভিনয়ের প্রসংশা করেন তখন নিজেকে সার্থক মনে হয়। প্রথম পর্বে যে গল্প দেখানো হয়েছে, দ্বিতীয় পর্বে তার ধারাবাহিকতয় গল্পের জট ধীরে ধীরে খুলতে থাকবে। সিরিজটির এটিই বড় বৈশিষ্ট্য। নির্মাতা সিরিজটির গল্প নিয়ে বলেন, প্রথম পর্বে গল্পের সব সূত্র দেয়া আছে। প্রথম পর্বের সূত্র অনুযায়ী সব যখন মিলতে শুরু করবে, দর্শক একের পর এক ধাক্কা খাবে। প্রথম পর্বের কম গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দ্বিতীয় পর্বে চমক দেখাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।