Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছ চাষেও সফল হবো-নাঈম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

নব্বই দশকের দর্শকপ্রিয় জুটি শাবনাজ-নাঈম অনেক আগেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন। এ দুজন এখন অন্যান্য সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছেন। তাদের দুই সন্তান রয়েছে। বসবাস করছেন টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে পৈতৃক বাড়িতে। সেখানে সাদা-মাটা গ্রামীণ জীবনযাপন করছেন। নাঈম একটি মৎস্য খামার করেছেন। পাশাপাশি নানা ধরনের কৃষিকাজে সম্পৃক্ত। এসব খবর তিনি নিয়মিত ফেসবুকে শেয়ার করেন। গত রোববার তার কর্মকাণ্ডের বেশ কিছু ছবি প্রকাশ করেন। তার পুকুর থেকে মাছ ধরে ছবি প্রকাশ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ,আল্লাহর রহমতে মাছ চাষে এবারও সফল হবো আশা করছি। উল্লেখ্য, ১৯৯১ সালে পরিচালক এহতেশাম পরিচালিত চাঁদনী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম ও শাবনাজ। সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এ জুটিকে নিয়ে এরপর ২১টি সিনেমা নির্মিত হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য, দিল, জিদ, অনুতপ্ত, সোনিয়া, সাক্ষাৎ, টাকার অহংকার, ফুল আর কাঁটা, চোখে চোখে ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছ চাষেও সফল হবো-নাঈম

১১ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ