Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী করুন

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

 

টেলিটক বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০৪ সালের ৯ ডিসেম্বর যাত্রা শুরু করলেও এর গ্রাহক সংখ্যা মাত্র অর্ধকোটি। যা দেশের অন্যান্য সেবা দানকারী মোবাইল কোম্পানিগুলোর তুলনায় অনেক কম। দেশের অন্যান্য অপারেটর প্রতি বছর কোটি কোটি টাকা আয় করলেও টেলিটকে সরকারের প্রতিবছর ভর্তুকি দিতে হচ্ছে। অন্য অপারেটর তুলনায় টেলিটকের কল রেট ও ডেটা প্যাকেজ সাশ্রয়ী হওয়া সত্ত্বেও ব্যবহারকারীরা এর থেকে দূরে সরে যাচ্ছে, যার প্রধান কারণ নেটওয়ার্ক সমস্যা। শহর অঞ্চলগুলোতে ৪জি নেটওয়ার্ক পেলেও দুর্গম বা গ্রাম অঞ্চলে ২জি-এর মধ্যেই সীমাবদ্ধ। নেটওয়ার্কের সমস্যার কারণে গ্রাহকরা টেলিটক থেকে বিমুখ হয়ে অন্য অপারেটরের দিকে ধাবিত হচ্ছে। টেলিটক নেটওয়ার্ক শক্তিশালী হলে একদিকে যেমন গ্রাহকসংখ্যা বৃদ্ধিপাবে, অন্যদিকে সরকার ভর্তুকি দেওয়ার পরিবর্তে এখান থেকে বড় অঙ্কের রাজস্ব পাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাহিদুল হক
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন