পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিরপুরে উচ্ছেদ অভিযান চালানোর পর ফলাফল শূন্য। টানা তিন দিন ধরে চলা উচ্ছেদ অভিযান পরিচালনার ১৫ দিন না যেতেই আবার তৎপর দখলদাররা। বসানো হয়েছে বিভিন্ন অস্থায়ী দোকান। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পাশের জায়গা দখল হলেও কোন ভূমিকা নেই তার। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলছেন, দখলদারদের আবারও উচ্ছেদ করা হবে।
স্থানীয়রা জানান, প্রতিদিনই বাড়ছে দখলের পরিমান। পূর্বে অভিজ্ঞতার তুলে ধরে তারা আরও জানিয়েছেন, প্রথমে বসানো হয় অস্থায়ী দোকান, পরে স্থায়ী নজরদারী না থাকায় তা চলে যায় স্থায়ী দখলে। স্থানীয় এক বাসিন্দা বলেন, সিটি করপোরেশনের কাউকে উচ্ছেদের পর আমরা আর দেখি নি।
অবৈধ দখলদারদের এবিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন, তারা নিজেদের উদ্যোগেই পুণরায় তুলছেন অস্থায়ী দোকান। দোকান ভেঙে দেয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানান তারা। ক্ষতি পুষিয়ে নিতে মালপত্র বিক্রি করতেই তারা দোকান তুলছেন। নিজেরাই তুলতেছি।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরদুর রউফ নান্নুর পক্ষ থেকে এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রগন করা না হলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, দখল যদি হয়ে থাকে, তাহলে আমরা তা আবর উচ্ছেদ করব। উচ্ছেদকৃত জায়গা পুণরায় দখলের সুযোগ নেই। আমাদের নগরবাসীর সুবিধার জন্য আমরা এ কাজগুলো করি। উচ্ছেদ অভিযান ও নিয়মিত তদারকির ব্যাপারে ডিএনসিসির প্রতি আহবান জানান স্থানীয়রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।