Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচএসসির মূল্যায়নের ফলে এবার ভিন্নরকম অভিনন্দন-শুভেচ্ছা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৯:২৭ পিএম

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন রকম অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসলো উত্তীর্ণ শিক্ষার্থীরা। প্রতিবছর উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ফেসবুকে ব্যাপক পোস্ট দেয়া হলেও এবার তা কম চোখে পড়েছে। তবে সামাজিক মাধ্যমে আগের মতো উচ্ছ্বাস না দেখা গেলেও শিক্ষার্থীদের শুভ কামনা করে অনেকেই পোস্ট দিয়েছেন।

আজ শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এইচএসসির ও সমমানের ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন। অষ্টম শ্রেণির সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ফল নির্ধারণ করা হয়। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ফল ঘোষিত হয়।

মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত এই ফল নিয়ে জৈষ্ঠ্য সাংবাদিক, লেখক ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘কেউ বলছে না এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। অমুক এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। বলছে এইচএসসির ফল প্রকাশ।’’

আরাফাত মুহিত লিখেছেন, ‘অটো পাশ অটো পাশ বলিয়া ট্রল করিবার পূর্বে আমাদেরকে ভাবিতে হইবে, তাহারা তো অটো পাশ করিতে চাহে নাই! পরিস্থিতি তাহাদিগকে অটো পাশ করিতে বাধ্য করিয়াছে। সুতরাং ট্রল করা বিকৃত মানসিকতার পরিচায়ক। এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল।’’

মিঠুন ভট্টাচার্য্য লিখেছেন, ‘‘আজকের রেজাল্ট অটো পাস নয়।কেননা তাঁরা দশ বছর যে পড়াশুনা করেছে তা অনুযায়ী রেজাল্ট।প্রকৃতির উপর কারো হাত নেই।তবে এটাও সত্যে পরীক্ষা হলে অনেকের ভাগ্য ঘুরে যেত।যেমনঃ এসএসসিতে কোন কারনে খারাপ করেছে হয়ত এবার প্রস্তুতি ভাল হতে পারত।আজকের যাঁরা উর্ত্তীন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।’’

এমকে মাহির লিখেছেন, ‘‘অভিনন্দন, সকল কৃতকার্য এইসএসসি, আলিম ও সমমানে উর্ত্তীর্ণ ভাই ও বোনদেরকে।আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সবাইকে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে, বিশ্বব্যাপী ভংয়কর মহামারী হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকায় শিক্ষা মন্ত্রণালয় এদেরকে অটোপাশের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তা না হলে সবাই পরিক্ষায় অংশ নিত। এবং সবাই তার যোগ্যতা অনুযায়ী ফলাফল পেত।সুতরাং, আমরা তুচ্ছতাচ্ছিল্য করা থেকে বিরত থাকি।আপনার একটু মজা, হাসি তামাশা অনেকেরই কাল হয়ে দাঁড়াবে। ভালবাসা অবিরাম।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ