পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দুর্ভোগের শেষ কোথায়
নাটোরের গুরুদাসপুর থানার বিয়াঘাট ইউনিয়নের অন্তর্গত কুমারখালী গ্রামের উত্তরপাড়ায় রাস্তার দু’ধারে সবুজে ঘেরা প্রায় ৯০০ একরের বিশালাকার মাঠ। যাকে আশ্রয় করে প্রায় ৩ হাজার কৃষকের সংসার চলে। যেখানে বর্ষার সময়ে পানি থৈ থৈ করে আর অন্য মৌসুমের বিভিন্ন ফসলে কৃষকদের আনন্দের সীমা থাকে না। কিন্তু সবুজের সেই চিরচেনা রূপ ও তাদের শেষ সম্বলটি আজ হারিয়ে যেতে বসেছে। কিছু অসাধু ব্যক্তি রাস্তার একপাশে পুকুর খনন করে চিরচেনা রূপটি বিনষ্ট করছে। জলাশয়টি ভরাট করার ফলে অবশিষ্ট জমি সারাবছর জলাবদ্ধতায় থাকে। দুঃখের বিষয়, কৃষকদের একমাত্র ভরসা রাস্তার অপর অংশের মাঠটিতেও কিছু অসাধু লোক পুকুর খনন করার উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ জনগণ এতে বাধা দেওয়া সত্তে¡ও কোনো ইতিবাচক ফল পাচ্ছে না। এতে এলাকাবাসীর ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। সুতরাং গ্রামের সাধারণ কৃষকদের ভোগান্তির কথা বিবেচনা করে পুকুর খনন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাহিদুল হক
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
সড়কটির সংস্কার করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। কারো কোনো ভ্রæক্ষেপ নেই। উত্তর কলাউজান চৌরাস্তার মাথা হয়ে বাংলাবাজারের উপর দিয়ে পুঁটিবিলা তাঁতী পাড়া পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার মানুষের যাতায়ত। স¤প্রতি এ সড়ক দিয়ে ব্রিক ফিল্ডের ইট বোঝাই ট্রাক চলাচল শুরু হলে সড়কের অবস্থা যাতায়তের অযোগ্য হয়ে যায়। এই সড়ককে কেন্দ্র করে ৭/৮টা শিক্ষাপ্রতিষ্ঠান, ২টি বাজার রয়েছে। কলাউজানের মধ্যে শিক্ষা, অর্থনীতি সবকিছুতে পশ্চিম কলাউজান এগিয়ে, কিন্তু অবকাঠামোগত উন্নয়নে পশ্চিম কলাউজান সবসময় অবহেলিত। ফলে এই এলাকার জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই এলাকার জনপ্রতিনিধিদের কাছে সাধারণ জনগণের দাবি, সড়কটিকে অন্তত যাতায়তের উপযুক্ত করে সংস্কার করার ব্যাবস্থা গ্রহণ করুন।
সাইফুল বিন শরীফ
কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।