Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে যুবলীগের কেন্দ্রীয় নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড সভাপতি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ৮:৪৯ এএম

নগরীতে নৌকার প্রচার মিছিলে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ষোলশহর এলাকা থেকে আবুল বশরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার আবুল বশর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচয় দেন।
আবুল বশর ২ নম্বর গেইট এলাকায় ২০১১ সালে সংগঠিত ডাবল মার্ডারের আসামি বলে জানা গেছে।


আবুল বশরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ জানান এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার যুবলীগের আয়োজনে মিছিল শুরুর আগে কথা কাটাকাটির জেরে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করেন আবুল বশর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাত

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ