Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

চট্টগ্রামে ধুলোবালিতে বিপর্যস্ত জনজীবন

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ধুলোয় ধূসর হয়ে উঠছে চট্টগ্রাম। একদিকে শুষ্ক মৌসুম অন্যদিকে খানাখন্দভরা সড়কের দীর্ঘদিন ধরে সংস্কার কাজ, চট্টগ্রাম ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ নানা সেবা সংস্থার উন্নয়ন কাজের জন্য লাগামহীন খোঁড়াখুঁড়ির ফলে বেগতিক হয়ে পড়েছে ধুলোর উড়াউড়ি। এছাড়া রাস্তা সংস্কারের ক্ষেত্রে কার্পেটিংয়ের সময় ব্যবহৃত বালু পরবর্তীতে না সরানোর ফলেও বাড়ছে ধুলোবালির যন্ত্রণা। চট্টগ্রাম নগরীর হালিশহর, সাগরিকা, ফিরিঙ্গীবাজার, বিমানবন্দর সড়ক, ডিটি রোড সহ বেশ কিছু রোডে ধুলোবালিতে এখন নাকাল জনজীবন। মাত্রাতিরিক্ত ধুলোবালির ফলে পথচারীদের রাস্তা পারাপারে যেমন সৃষ্টি হচ্ছে দুর্ভোগ, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শুধু তাই নয়, রাস্তার পাশে গাছপালাগুলোর অপমৃত্যুও এখন চোখে পড়ার মতো। এছাড়া ধুলোবালির প্রভাবে জনস্বাস্থ্য এখন চরম হুমকির মুখে পড়েছে, প্রতিনিয়ত বাড়ছে শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জিসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ধুলোবালি কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষকে মাঝেমধ্যে রাস্তায় পানি ছিটাতে দেখা গেলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না। তাই ধুলোবালির উৎপাত কমাতে নগরে নাগরিকদের জন্য নির্বিঘ্নে চলাচল উপযোগী রাস্তা নির্মাণ সহ স্বস্তির নগরী গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) কর্তৃক যথাযথ পদক্ষেপ আশা করছি।

আরিফুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বন্দর কলেজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন