Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কোভ্যাকসিন নিরাপদ নয়! ভারত বায়োটেকের বড়সড় ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১০:৫৩ এএম

ভারতে দেশজুড়ে শুরু হয়েছে ভ্যাকসিনেশন পর্ব৷ কোথাও কোভিশিল্ড আবার কোথাও কোভ্যাকসিন দেওয়া চলছে৷ এই পরিস্থিতিতে এক বড়সড় ঘোষণ করল ভারত বায়োটেক৷ সেসব মহিলারা গর্ভবতীরা যাঁরা সন্তানদের স্তন্যপান করাচ্ছে তাঁদের কোভ্যাক্সিনের ডোজ থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে এই সংস্থা৷ এছাড়া যাঁদের জ্বর রয়েছে বা রক্তপাতজনিত সমস্যা রয়েছে তাঁদেরও এই অ্যান্টিডোট নিতে নিষেধ করা হয়েছে৷ ভারত বায়োটেক তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে৷ –কলকাতা ২৪
সেখানে বলা হয়েছে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল এফিশিয়েন্সি বা কার্যকারিতা প্রসঙ্গে স্পষ্ট কোনও তথ্য প্রমাণ এসে পৌঁছয়নি৷ এখনও চলছে তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল ৷ এছাড়া এখন ভ্যাকসিন নেওয়ার মানে এই নয় যে করোনা সংক্রান্ত বিধিগুলো না মেনে চললেও চলবে৷ ভারত বায়োটেকের ফ্যাক্টশিটে লেখা হয়েছে, যদি কারওর অতীতে কোনও অ্যালার্জিঘটিত সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভ্যাকসিন এড়িয়ে যাওয়াই ভাল৷ এছাড়া প্রবল জ্বর, রক্তপাত বা রক্তের অন্য কোনও সমস্যা থাকলেও এই ভ্যাকসিন না নেওয়ার কথা বলা হয়েছে৷ ওষুধ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে৷ যাঁরা গর্ভবতী বা স্তন্যপান করান তাঁদের অন্য কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ ফ্যাক্টশিটে প্রতিটি ভ্যাকসিন গ্রহীতাকে তাঁদের স্বাস্থ্য সম্পর্কে মেডিক্যাল অফিসারদের অবহিত করতে বলা হয়েছে৷

ভারত বায়োটেকের তরফে এও জানানো হয়েছে ট্রায়ালে দেখা গিয়েছে কোভ্যাক্সিনের দুটি ডোজ চার সপ্তাহ অন্তর দিতে হচ্ছে৷ তাহলেই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে সক্ষম৷ কোভ্যাকসিন ভারতে করোনা মোকাবিলায় জরুরিকালীন হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ কোভ্যাকসিন SARS-CoV-2 ভ্যাকসিন হিসেবে পরীক্ষা চালিয়েছে৷ এর ট্র্যাক রেকর্ড বলছে ৩০০ মিলিয়নের বেশি ডোজের ক্ষেত্রে এটি নিরাপদ প্রমাণিত হয়েছে৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি একসঙ্গে করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করেছে৷ ভ্যাকসিন প্রস্তুত করেছে ভারত বায়োটেক৷ বিশ্বে যতগুলি করোনা ভ্যাকসিন তৈরি হয়েছে, তার মধ্যে এটি অন্যতম৷



 

Show all comments
  • Ansar Al Islam ২৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৭ পিএম says : 0
    তাই তো বলি,, মানুষ কেন করোনার থেকে টীকারে ভয় পায়।।
    Total Reply(0) Reply
  • Mizan Nur ২৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    সাংবাদিক দের আগে এই ভ্যাকসিন দিতে হবে। মামা রা উপহার উপহার বলে মুখে ফেনা তুলেছিলো আর এখন উল্টো কথা বলছিল।
    Total Reply(0) Reply
  • Ikramul Sheikh ২৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    #boycottindiavaccine
    Total Reply(0) Reply
  • Md Rabby Sarker ২৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    করোনা ভ্যাকসিনে দেশের টাকা ভারতকে কেনো দেয়া হলো ?? দুর্নীতির তদন্ত শুরু করা হোক আমাদের সরকারের বিরুদ্ধে
    Total Reply(0) Reply
  • একা জন ২৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৯ পিএম says : 0
    বাংলার মানুষের রক্ত পানি করা ৬৫০ কোটি টাকা দালালির জন্য দিলো আহ
    Total Reply(0) Reply
  • Ashraf Hossain ২৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৯ পিএম says : 0
    আমরা মানিনা, উপহারের সব ভ্যাকসিন যারা আনিয়েছে তাদের নিতেই হবে।
    Total Reply(0) Reply
  • asif ২৭ জানুয়ারি, ২০২১, ৫:১৯ পিএম says : 0
    সেসব মহিলারা গর্ভবতীরা যাঁরা সন্তানদের স্তন্যপান করাচ্ছে তাঁদের কোভ্যাক্সিনের ডোজ থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে এই সংস্থা৷ এছাড়া যাঁদের জ্বর রয়েছে বা রক্তপাতজনিত সমস্যা রয়েছে তাঁদেরও এই অ্যান্টিডোট নিতে নিষেধ করা হয়েছে৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ