মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্পেনে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। ইউরোপের এ দেশটিতে ভয়াবহ হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে মৃত্যুও। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটির স্বাস্থ্য বিভাগ একদিনে ৪১ হাজার ৫৭৬ জন আক্রান্তের সংখ্যা নিবন্ধন করেছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এদিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এ নিয়ে স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৪১ জনে। মোট আক্রান্ত ২৫ লাখ ৬০ হাজার ৫৮৭ জন।
স্পেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজারে। এখন প্রতিদিন ব্যাপক হারে আক্রান্তের পরিমান বাড়ছে। প্রতি লাখে ৭৩৬ জন আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘সংক্রমণের এ হার ঝুঁকির চরম স্তর।’
গত এক সপ্তাহে মৃতের হার বেড়েছে প্রতি শতাংশে ২.৪৫ ভাগ। সবচেয়ে বেশি মৃতের হার ভ্যালেন্সিয়াতে ৭.৮ ভাগ। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও। বর্তমানে স্পেনে হাসপাতালগুলোর শতকরা প্রায় ২০ ভাগই কোভিড-১৯ রোগীদের দখলে। দিন দিন বাড়ছে আইসিউ সঙ্কট। মহামারির তৃতীয় ধাপের প্রথম দিকেই আইসিউর প্রায় ৩৫ শতাংশ আসন পূর্ণ হয়ে গেছে।
দেশটির গুরুত্বপূর্ণ শহর মাদ্রিদ, কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, বালেয়ারেস ও কাস্টিয়া লা মানছাতে আইসিউ করোনা রোগীদের দখলে চলে গেছে প্রায় ৪০ শতাংশের ওপরে। স্বাস্থ্য বিভাগ মনে করছে, এভাবে করোনা রোগীদের দখলে আইসিউ চলে গেলে শিগগির সঙ্কটের মুখে পড়তে হবে।
গত বুধবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা বলেছেন, এ পর্যন্ত স্পেনে ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার জনকে প্রথম ডোজের পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে দ্বিতীয় ধাপে সত্তর থেকে আশি বয়সের বেশি নাগরিকদের টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।