Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ বাছাই এড়ানোর সুযোগ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরার সিরিজ দিয়ে শুরু হচ্ছে আরেক লড়াই। আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে তাদের। এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ, প্রতিটি পয়েন্ট কতটা গুরুত্বপ‚র্ণ তা ভালো করেই জানেন তামিম ইকবাল। বাছাই পর্ব এড়িয়ে সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলতে প্রতিটি পয়েন্টের জন্য লড়াইয়ের কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
আগামী আসরের স্বাগতিক দেশ ভারত ও ওয়ানডে লিগের সেরা সাত দল খেলবে সরাসরি। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব পেরিয়ে। ২০১৯ বিশ্বকাপের মতো এবারও সরাসরি খেলতে চায় বাংলাদেশ। তামিম জানালেন, সিরিজ জেতা নিয়ে ভাবছেন না তিনি, প্রতিটি ম্যাচ জেতার দিকে তার নজর, ‘এখন থেকে আমরা ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত খুব বেশি হলে ২৭-২৮টা (আসলে ৩৩) ওয়ানডে খেলব। তাই পয়েন্টের জন্য আমাদের এখন প্রতিটি ম্যাচ জেতা খুব গুরুত্বপ‚র্ণ। যেন বাছাই পর্ব খেলতে না হয়, সেটা নিশ্চিত করতে চাইব আমরা।’
মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। দেশের সফলতম অধিনায়ক নেতৃত্ব ছাড়ার পর বাঁহাতি এই ব্যাটসম্যানই হয়েছেন অধিনায়ক। নতুন দায়িত্বের শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে।
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগের দিন তামিম জানালেন, সামনের দিনগুলোতে খুব বেশি ওয়ানডে না থাকায় প্রতিটি ম্যাচ পাচ্ছে বাড়তি গুরুত্ব, ‘ওয়ানডে ক্রিকেট আগের মতো এখন খুব বেশি হচ্ছে না। দুই-আড়াই বছরে কেবল এই ৩৩টা ম্যাচ কিন্তু খুব বেশি না। যে সীমিত সুযোগ আমাদের সামনে আছে, আশা করি আমরা তা কাজে লাগাতে পারব। আমরা এমন একটা জায়গায় থাকতে চাই, যেখান থেকে আমাদের বাছাইয়ে খেলতে হবে না।’
মহামারীকালে ১৩ দলের সাত দলেরই অভিষেক হয়নি টুর্নামেন্টে। সর্বোচ্চ ৬টি করে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া (৪০) ও ইংল্যান্ড (৩০)। পয়েন্ট তালিকার সবার ওপরে আছে তারাই। ২০ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পরের তিনটি স্থানে থাকা ভারত, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের পয়েন্ট ১০ করে।
তবে ম্যাচের আগের দিনও অধিনায়ককে কথা বলতে হলো ব্যাটিং পজিশন নিয়ে। যার মূলে সাকিব আল হাসানের তিনে না নামা। তামিম জানালেন, তিনে খেলার আশা একবারে শেষ হয়ে যায়নি দেশসেরা অলরাউন্ডারের। চাইলেই প্রিয় পজিশনে ফিরতে পারবেন বাঁহাতি এই অলরাউন্ডার, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি, তখন থেকেই তার প্রতি বার্তাটা ছিল খুব পরিষ্কার। আর আমি ব্যক্তিগতভাবেও তার সঙ্গে কথা বলেছি। সে বুঝতে পেরেছে এবং ভালোভাবেই নিয়েছে। এটা তাকে স্বস্তির একটা সুযোগও দিচ্ছে। লম্বা সময় পরে ফিরেছে। আমরা সবাই জানি, সে তিন নম্বরে কত ভালো করেছে। তার রেকর্ডই তার হয়ে কথা বলছে। এই ব্যাপারে আমরা সবাই সজাগও। সে চার নম্বরে ব্যাট করে খুশি। আমি এ-ও বলেছি, যদি কোনো সময় তিন নম্বরে ব্যাট করতে চায়, সেখানে ফিরে যেতে পারবে।’
তিন নম্বরে দারুণ সফল সাকিব। ওয়ানডেতে এই পজিশনে ২৩ ম্যাচে ৫৮.৫৮ গড়ে করেছেন ১ হাজার ১৭৭ রান। দুটি সেঞ্চুরির পাশে ফিফটি ১১টি। সবশেষ ১১ ম্যাচে এই পজিশনে তার কেটেছে স্বপ্নের মতো। রান করেছেন ৯৩.২৫ গড়ে, এই সময়ে তার ব্যাট থেকে এসেছে দুই সেঞ্চুরি ও সাত ফিফটি। চার নম্বরেও সাকিবের রেকর্ড বেশ ভালো। ৩০ ম্যাচে ৪১.৬৯ গড়ে করেছেন ৮৫৯ রান। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেছেন এই পজিশনে। দুটি সেঞ্চুরির সঙ্গে আছে চারটি ফিফটি। ক্যারিয়ারের শুরুতে চারেই ব্যাট করতেন সাকিব। প্রথম ৩১ ইনিংসের ২৫টিই ছিল সেই পজিশনে। ২০০৭ সালের পর থেকে আর এখানে নিয়মিত ছিলেন না। সবশেষ চারে খেলেন ২০১৬ সালে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ