Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনে মাইনাস ২৫ ডিগ্রি রেকর্ড তাপমাত্রায় ৭ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১০:৫৯ এএম

মাইনাস ২৫ ডিগ্রিতে নেমেছে স্পেনের তাপমাত্রা। যেন ডিপ ফ্রিজ! হাড় জমে যাওয়া ঠান্ডা আর তীব্র তুষারঝড়ে হিমশিম খাচ্ছে স্থানীয় জনজীবন। ভয়াবহ এই ঠান্ডায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে বয়স্কদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্পেনের মোলিনা ডি আরাগন এবং তেরুয়েল এলাকার তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্পেনের ইতিহাসে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। স্টর্ম ফিলোমেনা বরফে পরিণত হয়েছে আর এতে করে পরিবহন ব্যবস্থা ব্যহত হচ্ছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার মাদ্রিদের আঞ্চলিক হাসপাতালগুলোতে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছেন, যারা বরফ দুর্ঘটনায় আহত। অর্থাৎ, হাসপাতালগুলোতে প্রতি ঘণ্টায় রোগী আসছেন গড়ে ৫০ জনেরও বেশি। এছাড়া এই পরিস্থিতিতে বিপর্যস্ত হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ