Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় আ.লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীসহ আটক ২৬

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ৮:৫৮ এএম

নগরীর পাঠানটুলী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের মধ্যে বন্দকযুদ্ধে
একজন নিহতের ঘটনায় 'বিদ্রোহী' কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সংঘর্ষের পর মোগলটুলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
মো. আবদুল কাদের ওরফে মাছ কাদের ছাড়াও আটক অন্যদের মধ্যে রয়েছে হেলাল উদ্দিন, রাজু, রিমন, খোকন।
আটককৃতরা আবদুল কাদেরের অনুসারী বলে জানা গেছে। পুলিশ জানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার রাতে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও 'বিদ্রোহী' প্রার্থী ও সদ্য সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেওয়া হলে মো. আজগর আলী বাবুল (৫৫) নামে একজন মারা যান। নিহত আজগর আলী বাবুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক বলে জানা গেছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এক জন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
চসিক নির্বাচনে প্রায় প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী আছেন। এ নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে।
৮ জানুয়ারি ভোটের প্রচার শুরুর পাঁচ দিনের মধ্যে লাশ পড়লো পাঠানটুলীতে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ