Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

দেশি পেঁয়াজ কিনুন

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশিদের আদি পেশা হলো কৃষি। আগের দিনে অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করতো কৃষি কাজ করে। অর্থনীতির চাকা সচল থাকতো কৃষির উপর নির্ভর করে। এখনও আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমাদের অর্থকরি ফসলের মধ্যে অন্যতম পেঁয়াজ। এবার দেশে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশে প্রচুর অর্থ আয় করা সম্ভব। তাই ভারত বা অন্য কোনো রাষ্ট্র থেকে পেঁয়াজ আমদানি না করে দেশে উৎপাদিত পেঁয়াজ কিনে আমাদের কৃষকদের উৎসাহিত করা এখন সময়ের দাবি। অন্যথায় দেশের কৃষক পেঁয়াজে তাদের ন্যায্য মূল্য পাবে না। ফলে আবারো তারা পেঁয়াজ উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই সরকারের প্রতি আমাদের আহবান, আমদানি না করে বরং নিজেদের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ ন্যায্য দামে বিক্রিতে সহযোগিতা করুন। তাতে কৃষকরা লাভবান হবে, আগামীতে আরো বেশি পরিমাণে তারা পেঁয়াজ চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করার মতো পরিবেশ তৈরি করে দিতে পারবে।

মো. মিরান উদ্দিন
শিক্ষার্থী, গাছবাড়িয়া সরকারি কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন