Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণতরী পাঠিয়েছে দ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ইরানের রেভল্যুশনারি গার্ড দক্ষিণ কোরীয় ট্যাংকার আটক করার পর হরমুজ প্রণালীতে রণতরী পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি ট্যাংকারটি ছাড়িয়ে আনতে চলছে ক‚টনৈতিক প্রচেষ্টাও। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা ইরানে খুব শিগগিরই আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগও করেছেন বলে মঙ্গলবার জানিয়েছেন। বিবিসি জানায়, ইরানের অভিযোগ, দক্ষিণ কোরিয়ার ট্যাংকারটি পরিবেশ দ‚ষণ বিধি লঙ্ঘন করেছে। তবে দক্ষিণ কোরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল জব্দ থাকা নিয়ে তেহরান ও সিউলের চলমান উত্তেজনার মধ্যে সোমবার হরমুজ প্রণালীতে ট্যাংকার আটকের খবর জানানো হয় ইরানি গণমাধ্যমগুলোতে। ‘এমটি হানকুক চেমি’ ট্যাংকারটিকে এর ২০ ক্রুসহ আটক করে ইরানের রেভল্যুশনারি গার্ডের নৌ-বাহিনী। এরপরই মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালীর কাছে একটি ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে। তাতে আছে দস্যুতা-বিরোধী একটি ইউনিট। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এটি পাঠানো হয়েছে। এডেন উপসাগর এবং হরমুজ প্রণালীতে দস্যুর হামলা মোকাবেলায় এই রণতরী গতবছর থেকেই সোমালিয়া উপক‚লে রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা। রণতরী পাঠানোর পাশাপাশি দক্ষিণ কোরিয়া ইরানের রাষ্ট্রদ‚তকে তলব করে ট্যাংকারটি ছেড়ে দেওয়ার আহবানও জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সাগরের পানি দ‚ষিত করার কারণে ট্যাংকারটি আটক করা হয়েছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ.কোরিয়া

৭ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ