Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. কোরিয়ায় জরুরি অবস্থার সিদ্ধান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

দক্ষিণ কোরিয়ায় ফের খারাপ হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। দেশটিতে নতুন করে ১ হাজার ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেসিডিসি) জানিয়েছে, করোনায় এ পর্যন্ত দেশটিতে ৪২ হাজার ৭৬৬ সংক্রমণে ৫৮০ জন মারা গেছে। অথচ কোভিড -১৯ নিয়ন্ত্রণের প্রাথমিক সাফল্য অর্জনকারী রাষ্ট্র হিসেবে টানা দ্বিতীয় রেকর্ড ছিল দেশটির। আর এখন এই ভাইরাসকে মোকাবিলায় চলছে তৃতীয় ধাপের লড়াই। রোববারবার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট মুন জা ইন শনিবার দক্ষিণ কোরিয়ায় ৯৫০ জন নতুন সংক্রমণের কথা জানিয়েছে। তিনি পুলিশ, সামরিক কর্মী এবং পাবলিক মেডিকেল ডাক্তারদের এই সংক্রমণকে আটকাতে আদেশ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। যাকে তিনি ‘‘জরুরি অবস্থা’’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গ্রেটার সিওল ২ দশমিক ৫ স্তরের বিধিনিষেধের অধীনে স্কুলগুলো বন্ধ থাকবে, কেবল অফিসগুলোতে প্রয়োজনীয় কর্মীদের অনুমতি এবং ১০ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ.কোরিয়া

৭ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ