Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের দাবি মানবাধিকার কর্মীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের আলোকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মানবাধিকার কর্মীরা সমাবেশ করেছেন। ১৯৪৮ সালের ২০ জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার রক্ষার লক্ষ্যে ওই প্রস্তাব পাস করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশ থেকে মানবাধিকার কর্মীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহŸান জানিয়েছেন যে, এ পরিষদে পাস হওয়া প্রস্তাবের আলোকে কাশ্মীরে গণভোট আয়োজনের ব্যবস্থা করতে হবে যাতে কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে মিশে যাবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এসময় মানবাধিকারকর্মীরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে সেøাগান দেন এবং ভারতের পক্ষ থেকে কাশ্মীরি জনগণের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিবেচনায় নিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহŸান জানান। ১৯৪৮ সালের জানুয়ারি মাসে নিরাপত্তা পরিষদে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব পাস হওয়ার পর ’৪৯ সালের ৫ জানুয়ারি ভারত ও পাকিস্তান বিষয়ক জাতিসংঘ কমিশন একটি প্রস্তাব পাস করে যাতে কাশ্মীর উপত্যকায় জাতিসংঘের তত্ত¡াবধানে গণভোট অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ