মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবে গতকাল মঙ্গলবার পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে চুক্তি স্বাক্ষরের পর পরই কাতারের ওপর থেকে একের পর এক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সউদী আরব কাতারের ওপর আরোপিত স্থল, নৌ ও আকাশপথ অবরোধ তুলে নেওয়ার ২৪ ঘণ্টা না যেতেই একই পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর। অবরোধের প্রায় সাড়ে তিন বছর পর কাতারের জন্য আবারও আকাশপথ খুলে দিচ্ছে তারা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সউদীর মালিকানাধীন আল-অ্যারাবিয়া টেলিভিশন।
তবে সীমান্ত খোলার আগেই বেশ কিছু দাবি-দাওয়া পূরণ করতে হবে বলে শর্ত দিয়েছে মিসর। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান-ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের সীমান্ত।
তাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে কাতার। এই সংকট সমাধানে বিবাদমান দেশগুলোর ভেতর মধ্যস্থতার চেষ্টা করছে কুয়েত। সূত্র: আল অ্যারাবিয়া, আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।