মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেন্দ্র সরকারের সঙ্গে ভারতের কৃষকদের সপ্তম দফার বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আগামী শুক্রবার ফের সরকার এবং কৃষকদের মধ্যে বৈঠক হবে। কিন্তু তার আগেই আন্দোলন আরও জোরদার করতে ‘ট্র্যাক্টর মার্চ’-এর পথে হাঁটছেন কৃষকরা। আজ বুধবার থেকে ‘দেশ জাগরণ অভিযান’ শুরু করছেন কৃষকরা। আগামীকাল প্রজাতন্ত্র দিবসের ‘ট্রেলার’ দেখাতে চান তারা।
গত সোমবার ভারতীয় কিশান ইউনিয়ন-এর (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইত জানিয়ে দিয়েছিলেন যে, আইন প্রত্যাহার করা না হলে তারা ঘরে ফিরবেন না। তাদের সেøাগান ছিল ‘কানুন ওয়াপাসি নেহি, তো ঘর ওয়াপাসি নেহি’ (বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় আইন না ফেরালে, কৃষকরাও ঘরে ফিরবেন না)। গতকাল স্বরাজ ইন্ডিয়া-র যোগেন্দ্র যাদব সাংবাদিক বৈঠক করে বললেন, ‘বুধবার থেকে দু’সপ্তাহ ধরে দেশ জাগরণ অভিযান শুরু করছি আমরা। দেশজুড়ে আন্দোলন আরও তীব্র হবে। আমরা ঠিক করেছি ৭ জানুয়ারি আমরা দিল্লির পূর্ব ও পশ্চিম সীমান্ত মিলিয়ে মোট চার সীমান্তে ট্র্যাক্টর মার্চ করব। ২৬ জানুয়ারির ট্রেলার হবে এই ট্র্যাক্টর মার্চ।
দিল্লির বিজ্ঞানভবনে ৪১টি কৃষি সংগঠনের সঙ্গে তিন কেন্দ্রীয় মন্ত্রী বসেছিলেন আলোচনায়। কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী সোম প্রকাশের সঙ্গে কৃষকদের ২ ঘণ্টার ওপর ম্যারাথন বৈঠক চলে। কিন্তু দিনের শেষে রফা সূত্র বেরিয়ে আসেনি কোনও। কেন্দ্র সাফ জানিয়ে দেয় যে, কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে কৃষকদের প্রস্তাব থাকলে তা নিয়ে পর্যালোচনা করবে সরকার। তবে কোনও মতেই কৃষি আইন তুলে নেবে না কেন্দ্র।
দু’সপ্তাহ আগেই কৃষকরা জানিয়ে ছিলেন যে, তাদের দাবি না মানা হলে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে বিরাট ট্র্যাক্টর মার্চ করবেন তারা। দেশের অন্যান্য প্রান্তেও ২৬ জানুয়ারির দিন র্যালির পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যেই হরিয়ানার জিন্দে শুরু হয়ে গিয়েছে র্যালি’র জন্য অনুশীলন। আর সেখানে, ট্র্যাক্টর চালিয়ে র্যালি করছেন মহিলারা। পরিকল্পিত ‘কিষান প্যারেড’-এর আগেই শুরু হয়ে গিয়েছে এ র্যালি। সূত্র : নিউজ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।