Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পুরোপুরি ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা মাদুরোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে তেলনির্ভর ভেনিজুয়েলার অর্থনীতি চরম সংকটে পড়েছে। ব্যাপক মূল্যস্ফীতির কারণে দেশটির বলিভার নোটগুলো মূল্যহীন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সমাজতান্ত্রিক দেশটির অর্থনীতি বাঁচাতে নতুন কৌশল গ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরই অংশ হিসেবে ভেনিজুয়েলার সরকার একটি সম্পূর্ণ ডিজিটাল অর্থনীতিতে যাওয়ার পরিকল্পনা করছে। গত শুক্রবার টেলিসুর টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং তেল বিক্রি থেকে রাজস্ব সংকুচিত হওয়ায় মার্কিন ডলার ভেনিজুয়েলার অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যম হিসেবে কাজ করেছে। সব বাণিজ্যিক লেনদেনের মধ্যে ১৮ দশমিক ৬ শতাংশ হচ্ছে ডলারে এবং ৭৭ দশমিক ৩ শতাংশ ডেবিট কার্ডের মাধ্যমে বলিভারে লেনদেন করা হচ্ছে। অন্যদিকে শুধু ৩ দশমিক ৪ শতাংশ কাগুজে বলিভার নোটে লেনদেন করা হয়। তিনি বলেন, আমাদের কাগুজে মুদ্রার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। নতুন বছরে আমরা আরো গভীর ডিজিটাল অর্থনীতির দিকে চলেছি। আমি এমন একটি অর্থনীতির লক্ষ্য নির্ধারণ করেছি, যা শতভাগ ডিজিটাল। এর মাধ্যমে কাগুজে মুদ্রা অদৃশ্য হয়ে যাবে। বিষয়টি নিয়ে সাফল্যের কোনো নিশ্চয়তা ছাড়াই এটি ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সর্বশেষ উচ্চাকাক্সক্ষী মুদ্রা পরিকল্পনা। ২০১৭ সালে মাদুরো প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে তেল, গ্যাস, স্বর্ণ ও হীরা মজুদের বিপরীতে পেট্রো নামে একটি ক্রিপ্টোকারেন্সির প্রচলন করা হবে। এর এক বছরের মাথায় ২০১৮ সালে পেট্রো চালু হয়েছিল। যদিও যুক্তরাষ্ট্র এটিকে স্ক্যাম হিসেবে অভিহিত করেছে। হাইপারইনফ্লেশনে তিন বছরে ভেনিজুয়ালার মুদ্রার ম‚ল্য ৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে দেশটি উচ্চমূল্যের নোট ছাড়তে বাধ্য হয়েছে, যেগুলো স্বল্প সময়ের ব্যবধানে অকেজো হয়ে যায়। ব্লুমবার্গ নিউজের ক্যাফে কন লেচে সূচক অনুযায়ী, গত ১২ মাসে মূল্যস্ফীতি ৫ হাজার ৭৯০ শতাংশ বেড়েছে। দেশটিতে এখন প্রচলিত বৃহত্তম নোট ৫০ হাজার বলিভার, যার মূল্য প্রায় শূন্য দশমিক শূন্য ৪ ডলার। সরকার এখন ১ লাখ বলিভার মূল্যের নোট চালু করার পরিকল্পনা বিলম্ব করছে, যার মূল্য বর্তমানে শূন্য দশমিক ১০ ডলারেরও কম হবে। ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদুরো

২০ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ