Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদুরোর জ্বালানি নীতিতে নিয়ন্ত্রণের শঙ্কা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন জ্বালানি নীতি ঘোষণা করেছেন। বিশ্বের অন্যতম সস্তা মূল্যে জ্বালানি সরবরাহকারী দেশটিতে নতুন নীতি অনুযায়ী স্বল্প মূল্যে সরবরাহ পেতে সরকার প্রদত্ত কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কার্ড না থাকলে তাকে আন্তর্জাতিক দর অনুযায়ী জ্বালানি কিনতে হবে। পাচার ঠেকাতে এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও মাদুরোর সমালোচকরা বলছেন, এই কার্ডের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে। অর্থনৈতিক বিপর্যস্ততার মধ্যেও ভেনেজুয়েলা জ্বালানি তেল পেট্রোলে উচ্চ হারে ভর্তুকি দিয়ে থাকে। দশমিক শূন্য এক মার্কিন ডলারে সেখানে একটি পাত্র পেট্রোলে পূর্ণ করা যায়। তবে নতুন নীতি অনুযায়ী যাদের কাছে সরকারি কার্ড থাকবে তারাই এই ভর্তুকি মূল্যে জ্বালানি পাবেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদুরোর জ্বালানি নীতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ