Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদুরোকে আট দিনের আল্টিমেটাম ৩ ইইউ দেশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১০:০১ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার আল্টিমেটাম দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তিন প্রভাবশালী দেশ। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স ও স্পেন। তিন দেশ জানিয়েছে, আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়া না হলে নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ দাবি করা বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা।

ইতোমধ্যেই জুয়ান গুইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনাসহ কয়েকটি দেশ। বিপরীতে মাদুরোর পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, মেক্সিকোসহ অন্য কয়েকটি দেশ। এর মধ্যেই নতুন নির্বাচন দেওয়া না হলে যুক্তরাষ্ট্রের মতো একই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে জার্মানি, ফ্রান্স ও স্পেন।

টুইটারে দেওয়া এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘লাতিন আমেরিকার প্রতি স্পেনের দায়িত্ব আছে। আমাদের লক্ষ্য সরকার পরিবর্তন বা সরিয়ে দেওয়া নয়। আমরা ভেনেজুয়েলায় গণতন্ত্র এবং অবাধ নির্বাচন চাই’।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৮ দিনের মধ্যে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে জুয়ান গুইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে স্পেন।

প্রায় একই ধরনের বিবৃতি এসেছে ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকেও। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ভেনেজুয়েলার নির্বাচনকে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মাদুরো দেশটির ‘বৈধ নেতা নন’।

এদিকে মাদুরোকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপেরও তীব্র নিন্দা জানিয়েছে মস্কো।

নিকোলাস মাদুরো’র সঙ্গে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘ভাই মাদুরো, আত্মবিশ্বাস রাখুন, তুরস্ক আপনার সঙ্গে আছে।’

টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মোরালেস। এতে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ এবং নিকোলাস মাদুরো’র প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।

ভেনেজুয়েল ‘সাম্রাজ্যবাদী আক্রমণ’ মোকাবেলা করছে উল্লেখ করে ইভো মোরালেস বলেন, দক্ষিণ আমেরিকার জনগণ আর যুক্তরাষ্ট্রের আঙ্গিনায় পরিণত হবে না।

মেক্সিকো’র প্রেসিডেন্টের মুখপাত্র জেসাস রামিরেজ কিউভাস জানিয়েছেন, মাদুরো’র প্রতি তার দেশের স্বীকৃতি অব্যাহত থাকবে।

এর আগে ব্যাপক বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করেন ৩৫ বছরের জুয়ান গুইদো। জুয়ান গুইদো প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ৭২ ঘণ্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

নিকোলাস মাদুরো বলেন, সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে আমি সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

২০১৯ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিকোলাস মাদুরো। তবে দেশটির বিরোধী দলসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিরোধীদের এমন দাবির সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক সংকটে জনগণের পুঞ্জিভূত ক্ষোভ শেষ পর্যন্ত পরিণত হয় সরকারবিরোধী বিক্ষোভে। আর ব্যাপক এই বিক্ষোভের জেরেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। সূত্র: আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদুরো

২০ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ