মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার সরকার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পক্ষ থেকে পাঠানো মানবিক ত্রাণ গ্রহণ করতে রাজি আছে। তিনি রাজধানী কারাকাসে সাংবাদিকদের জানান, তার সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ ইইউ’র পক্ষ থেকে পাঠানো একটি কন্টাক্ট গ্রুপের সঙ্গে বৈঠকে ভেনিজুয়েলার এ প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন। সাক্ষাতে ইইউ’র পক্ষ থেকে ভেনিজুয়েলার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে ২০০ কোটি ইউরো মূল্যের মানবিক ত্রাণ দেয়ার প্রস্তাব করা হয়। ভাইস প্রেসিডেন্ট রডরিগেজ ওই প্রস্তাব গ্রহণ করে তার দেশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ ও খাদ্যদ্রব্যের একটি তালিকা ইইউ’র কন্টাক্ট গ্রুপের হাতে তুলে দেন। ইইউ এখন ওই তালিকা অনুযায়ী ২০০ কোটি ইউরো মূল্যের মানবিক ত্রাণ প্রস্তুত করে ভেনিজুয়েলায় পাঠাবে। কারাকাসের পক্ষ থেকে এমন সময় ইইউ’র মানবিক ত্রাণ গ্রহণের সম্মতির খবর পাওয়া গেল যখন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তার দেশে অন্যায় হস্তক্ষেপের প্রতিবাদে আমেরিকার পাঠানো মানবিক ত্রাণ প্রত্যাখ্যান করেছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।