মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের পেছনে রয়েছে আমেরিকা, তবে তার দেশ মার্কিন আধিপত্যবাদের কাছে কখনোই মাথানত করবে না। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
মাদুরো বলেন, আমেরিকার নির্দেশে সরকারবিরোধীরা দেশজুড়ে বিদ্যুৎ সংকট তৈরি করেছে। কিন্তু তারা এসবের মাধ্যমে অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না। ভেনিজুয়েলা সব সমস্যা মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন করবে বলে তিনি জানান।
তিনি বলেন, ভেনিজুয়েলার মানুষ দুই শতক ধরে সাম্রাজ্যবাদ, দাস প্রথা ও বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখনো সব ধরনের সাম্রাজ্যবাদের মোকাবেলা করছে। সামরিক অভ্যুত্থানসহ নানা অসৎ উপায় অবলম্বন করে ব্যর্থ হওয়ার পর এখন বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে তিনি মনে করেন।
ভেনিজুয়েলার সংসদের স্পিকার দিয়োসদাদু কেবেলো এ প্রসঙ্গে বলেছেন, ভেনিজুয়েলার সরকার বিরোধীদের দিয়ে বিদ্যুৎ খাতে বিপর্যয় সৃষ্টি করেছিল আমেরিকা। তবে তাদের মোকাবেলায় আমাদের সরকার ও জনগণের বিজয় হবেই।
গত সোমবারেও ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ ২৩টি প্রদেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর ফলে প্রায় পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
চলতি ২০১৯ সালের শুরু থেকেই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা মোকাবেলা করে আসছে ভেনিজুয়েলার মাদুরো সরকার। আমেরিকা ও তার মিত্রদেশগুলো ভেনিজুয়েলার নির্বাচিত সরকারকে উৎখাত করতেই এ ধরনের সংকট চাপিয়ে দিচ্ছে বলে এর আগে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন।
সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।