Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ জনের প্রাথমিক দলে নেই মাশরাফি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ৪:৫৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ওয়ানডের জন্য ২৪ সদস্যের এবং টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন। দলে জায়গা হয়নি মাশরাফি বিন মুর্তজার।

বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল আর ব্যাট হাতে নজর কেড়েছেন ইমন। তাতেই জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়েছেন তারা। তাদের সঙ্গে প্রাথমিক ওয়ানডে দলে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

এদিকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দলে ছিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি এখন মুক্ত। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে আছেন তিনিও।

এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে চলেছেন তামিম ইকবাল। আঙুলের ইনজুরি পুরোপুরি সেরে না উঠলেও প্রাথমিক টেস্ট দলে রাখা হয়েছে বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হককে। সিরিজ শুরুর আগেই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদী বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তারুণ্য নির্ভর এই দলে অভিজ্ঞ এই পেসারকে রাখেনি বিসিবি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শুরুর আগে এই স্কোয়াডের সদস্য সংখ্যা কমিয়ে আনার কথা রয়েছে।

ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক) সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বী, তাসকিন আহমেদ, নাইম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান এবং রুবেল হোসেন।

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান এবং এবাদত হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ