Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিসিক কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা সিলেট চেম্বারের

সিলেটে রিকসা ও গাড়ি চলাচল বন্ধ অভিযানে নেমেছেন মেয়র আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৫:১৬ পিএম

বছরের প্রথম দিন থেকে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ হওয়ার নির্দেশনা ছিল সিলেট সিটি করপোরেশনের। এ বিষয়ে দুই সপ্তাহ আগে মাইকিং, সপ্তাহখানেক আগে নিষেধাজ্ঞার সাইনবোর্ড স্থাপনসহ প্রচার-প্রচারণা আর কঠোর নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই প্রথম দুইদিন এ রাস্তায় রিকশা সহ গাড়ি চলাচল করতে দেখা যায়। এঘটনায় আজ রোববার সিসিক কর্তৃপক্ষের অভিযানের কারণে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা সড়কে আর সকাল থেকে চলাচল করতে পারেনি এসব গাড়ি। এছাড়াও বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষ এই্ রাস্তায় নিজেই অভিযানে নামেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় এ সড়কে চলাচলরত ও দাঁড়িয়ে থাকা লেগুনা উচ্ছেদ করেন তিনি। এদিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত রাস্তাকে উন্নত দেশের আদলে সৌন্দর্য্যমন্ডিত করায় এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহকে হকারমুক্ত করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সংশ্লিষ্ট সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেট শহরের ফুটপাত দখলমুক্ত করণ, যানজট নিরসন ও সৌন্দর্য্যবর্ধন, চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত রাস্তাকে মডেল রোড করা জন্য সিলেট চেম্বার অব কমার্স দীর্ঘদিন যাবত দাবী জানিয়ে আসছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যবসায়ীদের দাবী বাস্তবায়িত হওয়ায় সিলেটের ব্যবসায়ী মহল আনন্দিত। এছাড়াও তিনি ইতিপূর্বে যারা সিলেট চেম্বারের দাবীর সাথে একাত্মতা পোষণ করেছেন তাদের প্রতি বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ ও ব্যবসায়ী মহলের প্রতি জ্ঞাপন করেন কৃতজ্ঞতা। এদিকে, রবিবার সকাল থেকে দেখা যায়, সিলেট সিটি করপোরেশনের দেয়া নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য অভিযান চালাচ্ছে সিসিক। এর ফলে জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করতে দেখা যায়নি। যাত্রীরা রিকশা নিয়ে এসব রাস্তা ব্যবহার করতে গেলে সিসিকের নিরাপত্তাকর্মীরা রিকশাকে অন্যদিকে ঘুরিয়ে দেন। গত দুইদিন মেয়র আরিফুল হক চৌধুরীকে এ বিষয়ে রাস্তায় দেখা না গেলে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযানে নামেন তিনি। এ রিপোর্ট লেখা (বিকাল ৫টা) পর্যন্ত কোর্ট পয়েন্ট-চৌহাট্টা রাস্তায় সহ বারুতখানা রাস্তায় অভিযান চালাচ্ছেন মেয়র আরিফ। মেয়রের অভিযানে সহায়তা করছেন মহানগর পুলিশের শীর্ষ সদস্যবৃন্দ সহ ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থতি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসিক

৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ