মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে ছাড়পত্র দেয়ার একদিন পরেই ভারত সরকারের বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেক-এর কোভ্যাক্সিনকেও ছাড়পত্র দিলো। শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কেবলমাত্র জরুরি প্রয়োজনেই কোভ্যাক্সিন ব্যবহার করা যাবে। ইতোমধ্যে সারা দেশে শনিবার ভ্যাকসিনের ড্রাই রান হয়েছে। কলকাতাও এ ড্রাই রান থেকে বাদ যায়নি। মধ্যমগ্রাম, আমডাঙ্গা ও বারাসতের তিনটি কেন্দ্রে ড্রাই রান হয়। কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মকর সংক্রান্তির আগে ভ্যাকসিন চলে আসবে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক, নার্স, পুলিশের জন্য। জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন দেয়া হবে যাদের প্রবল মর্বিডিটি আছে তাদের। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।