Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির জন্য যুক্তরাষ্ট্র থেকে লোভনীয় প্রস্তাব

৮৩ কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন বার্সা তারকা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

ঢোলের বাড়িটা মেসিই দিয়ে রেখেছেন, এখন বাকি কাজটা নাচুনে বুড়িদের। কদিন আগেই স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’কে একটি সাক্ষাৎকার দেন মেসি। বলেছেন ক্যারিয়ারের কোনো একপর্যায়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান। এমনিতেই মেসির বার্সেলোনা ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আগামী মৌসুমে কাতালুনিয়ায় থাকবেন কি না, এ নিয়ে সন্দেহ। এখন পর্যন্ত যে গুঞ্জন, তাতে ম্যানচেস্টার সিটি লোভনীয় এক প্রস্তাব দিয়ে রেখেছে। সে প্রস্তাবে প্রথম দুই বছর ম্যানচেস্টার সিটির হয়ে খেলবেন। বাকি দুই বছর খেলতে হবে সিটিরই অন্য এক দল নিউইয়র্ক সিটিতে। মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোর মধ্যে যে শুধু নিউইয়র্কই লিওনেল মেসিকে চাচ্ছে, এমন নয়। বাজারে আরেকটি গুঞ্জন ছড়াচ্ছে ইন্টার মিয়ামিকে নিয়ে। ডেভিড বেকহামের দল নাকি মেসি-সুয়ারেজ দুজনকেই চাইছে ২০২২ সালে। আর মেসির জন্য এর চেয়েও লোভনীয় এক প্রস্তাব দিয়ে রেখেছেন স্বদেশি মাতিয়াস আলমেইদা।
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ফুটবলারদের যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়া নতুন কিছু নয়। পেলে, বেকহাম, রাউল, আন্দ্রেয়া পিরলো, রুনি, ভিয়া, ইব্রাহিমোভিচদের মতো তারকারা আগেই এ পথে হেঁটেছেন। ইউরোপের ক্লাবে ম‚ল্য হারাচ্ছেন বুঝতে পেরে ক্যারিয়ার-সায়াহ্নে বাড়তি অর্থ কামানোর উপায় হিসেবেই দেখেন সবাই এ লিগকে। তবে মেসিকে অর্থ নয়, অন্য এক লোভ দেখাচ্ছেন ম্যাতিয়াস আলমেইদা।
মেসি ‘লা সেক্সতা’য় অনেক কিছু নিয়েই কথা বলেছেন। তার পূর্বসূরি যে সাক্ষাৎকারটা মনোযোগ দিয়ে দেখেছেন, সেটা বোঝা যাচ্ছে। কারণ, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলা এই মিডফিল্ডার মেসিকে টোপ দিচ্ছেন স্বাভাবিক পারিবারিক জীবনযাপনের! নাইনটি মিনিটস ফুটবলের সঙ্গে কথোপকথনে আলমেইদা বলেছেন, ‘জানতে চান, কেন আমার মনে হচ্ছে, এটা দারুণ একটা চিন্তা? কারণ, যুক্তরাষ্ট্র অনেক বড় এক দেশ। আমার ধারণা, এখানে ৩৫ কোটি মানুষ আছে। এখানে তারকারা শান্তিতে রাস্তায় হাঁটতে পারে। সবাই এমন এক জীবন চায়, যেটা নিজের মতো উপভোগ করতে পারে এবং ভিন্নভাবে যাপন করতে পারে।’
এমএলএসের দল সান হোসে আর্থকোয়াকের দায়িত্বে আছেন আলমেইদা। গত দুই বছর এখানেই কাটিয়েছেন। এতটাই ভালো লেগেছে এখানকার জীবনযাপন যে মেক্সিকোর বিখ্যাত ক্লাব ক্রুজ আজুলের কাছ থেকে ডাক পেয়েও যাননি। আর মেসিকেও সে টোপই দিচ্ছেন। কারণ, সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘যে জীবন উপভোগ করতে পারছি, এতে নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু মাঝেমধ্যে একদম সাদাসিধে অখ্যাত কেউ হতে ইচ্ছা করে। মার্কেটে যেতে, সিনেমা দেখতে বা কোনো রেস্তোরাঁয় গিয়ে খেতে ইচ্ছা করে, বিশেষ করে সঙ্গে যখন আমার বাচ্চারা থাকে।’
আলমেইদার ধারণা, স্পেন বা ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পা রাখলেই এ ইচ্ছা পূরণ হবে মেসির। সেভিয়া ও ইন্টার মিলানের সাবেক এই মিডফিল্ডারের যুক্তি, ‘মেসি, তার বাচ্চা, তার স্ত্রী, সবাই অনায়াসে হাঁটতে পারবে, বাইসাইকেল চালাতে পারবে, সে চাইলে সুপারমার্কেটে যেতে পারবে। সে তারকাখ্যাতির প্রভাবে থাকবে না, যেটা তাকে এর দাস বানিয়ে ফেলে। এ কারণেই আমার মনে হয় যুক্তরাষ্ট্র ওর জন্য খুব ভালো হবে।’ শুধু মেসিই নন, তারকাখ্যাতির কারণে যেসব ফুটবলার স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাঁদের সবাইকেই যুক্তরাষ্ট্রে যাওয়ার আহবান জানিয়েছেন আলমেইদা।
ফুটবল নিয়ে অতিরিক্ত মাতামাতি না থাকায় এ দেশকেই ভালো মনে হচ্ছে এই আর্জেন্টাইনের, ‘যে খেলোয়াড়েরা স্বাভাবিক জীবন চায়, যারা বিখ্যাত বলে সুপারমার্কেটে লাইনের সামনে যেতে চায় না কিংবা ব্যাংকে গিয়েও লাইনের সামনে যেতে ইচ্ছা হয় না, তাদের এখানে আসা উচিত। এভাবে আপনি আবার স্বাভাবিক মানুষ হয়ে উঠতে পারেন। যে খেলোয়াড় আবার স্বাভাবিক বোধ করতে চায়, তাদের উচিত এ লিগকে বেছে নেওয়া।’
এর মাঝেই স্প্যানিশ রেডিও কাদেনা সার এক নতুন দাবি তুলেছে। বার্সেলোনায় মেসি ২০২৩ সাল পর্যন্ত থাকবেন এবং তারপর বার্সা ছেড়ে পাড়ি জমাবেন মায়ামিতে। প্রায় দেড় বছর আগেই আর্জেন্টাইন তারকা নাকি সেখানে ৮০ লাখ ইউরো (প্রায় ৮৩ কোটি টাকা) খরচায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন! ৬০ তলার পোরশে টাওয়ারে এ অ্যাপার্টমেন্ট থেকে সৈকত খুব কাছেই আর ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামি সেখান থেকে ২৫ মিনিটের দ‚রত্ব গাড়িতে। ২০১৪ সালে ব্যবহারের জন্য খুলে দেওয়া পোরশে টাওয়ারে গাড়ি রাখার নিজস্ব লিফট-ব্যবস্থা রয়েছে।
তবে কি মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার গুঞ্জনই সত্যি হতে চলেছে?



 

Show all comments
  • Upoma Akter Mithila ১ জানুয়ারি, ২০২১, ২:৩৮ এএম says : 0
    তাহলে যুক্তরাষ্ট্র সুপার লিগের খেলা শুরু করুক
    Total Reply(0) Reply
  • Tawsif Mahbub ১ জানুয়ারি, ২০২১, ২:৩৮ এএম says : 0
    ৫০ মিলিয়ন এর জন্য অনেক হয়ে যায়। কোন ক্লাব এতো বড় রিক্স নিবে না।
    Total Reply(0) Reply
  • Rozen Thegreat ১ জানুয়ারি, ২০২১, ২:৩৮ এএম says : 0
    আমেরিকা গিয়ে ফুটবল খেলা আর কমলাঘাট গিয়া কেরামবোর্ড খেলা একই কথা।
    Total Reply(0) Reply
  • RA F IK ১ জানুয়ারি, ২০২১, ২:৩৯ এএম says : 0
    অবশ্যই এমন প্রস্তাব মেসির গ্রহণ করা উচিত; বয়সও তো অনেক হইছে
    Total Reply(0) Reply
  • MD Jewel ১ জানুয়ারি, ২০২১, ২:৩৯ এএম says : 0
    লোভে পাপ পাপে মৃত্যু। ক্যারিয়ারের শেষ বেলায় নিজেকে এই ধরনের লোভ থেকে বিরত রাখুন
    Total Reply(0) Reply
  • SH Babu ১ জানুয়ারি, ২০২১, ২:৩৯ এএম says : 0
    ইউরোপে মেসিকে দিয়ে আর হবে না!! অনেক তো হলো বেলা এখন সত্যি ডুইবা গেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ