Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বছরের শেষ ‘উলফ মুন’-এর ছবি শেয়ার করল নাসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৭:০২ পিএম

দুই পাহাড়ের মধ্যে দিয়ে উঁকি মারছে বিশালাকার চাঁদ। এ রকম একটি ছবি বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

এই পোস্ট করে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ‘উলফ মুন’-এর ছবি। বুধবার থেকে শুরু হয়েছে এ বছরের শেষ উলফ মুন। উলফ মুন বিষয়টি নিয়েও লেখা হয়েছে সেখানে। এই ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, ‘বছরের শেষ পূর্ণিমা। পৃথিবীর চিরকালের ভাল বন্ধু আরও কাছে এসে ধরা দিয়েছে। বিভিন্ন জনজাতি এই পূর্ণিমার চাঁদের বিভিন্ন নাম দিয়েছে বিভিন্ন সময়ে। সে রকমই অ্যালগোকুইন নামের এক জনজাতি দেয়া নাম উলফ মুন। প্রবল ঠান্ডায় চাঁদনি রাতে ক্ষুধার জ্বালায় নেকড়ের চিৎকার থেকে এই নাম।’ ডিসেম্বর মাসে পূর্ণিমা থেকে একে ‘কোল্ড মুন’ বলেও ডাকা হয় কোথাও কোথাও। সূত্র: এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসা

১৭ ডিসেম্বর, ২০২১
১৫ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ