Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

পাঠাগার চাই

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন নবীনগর বারহাটী একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে প্রায় নয় হাজার লোকের বসবাস। এলাকায় রয়েছে উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, হাফেজিয়া মাদ্রাসা, আলিয়া মাদরাসা ছাড়াও অনেক সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ শিক্ষিত। শিক্ষাদীক্ষায় অন্যান্য অঞ্চলের তুলনায় এলাকাটি বেশ অগ্রসর। কিন্তু এখানে কোনো পাঠাগার বা গ্রন্থাগার নেই। অত্র এলাকায় অনেক দরিদ্র শিক্ষার্থী রয়েছে, যাদের বই কিনে পড়ার মতো সামর্থ্য হয়ে ওঠে না। ফলে তারা জ্ঞানার্জনের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়ছে। জ্ঞানপিপাসু ও শিক্ষার্থীদের বহুদূরে জেলা শহরে গিয়ে বই, পত্রপত্রিকা সংগ্রহ করতে হয়। এলাকায় একটি পাঠাগার বা লাইব্রেরি থাকলে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ তথ্য ও জ্ঞানার্জনের সুযোগ পেত। তরুণ-তরুণীরা বইপত্র, পত্রিকা পড়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পেত। তাই আলোকিত সমাজ গঠন ও বিদ্যানুরাগীদের জ্ঞানপিপাসা মেটাতে এখানে একটি পাঠাগার স্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আব্দুল হাকিম জুবাইর
নবীনগর গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধ করুন
আমাদের দৈনন্দিন কাজে যানবাহনের বিকল্প নেই। কিন্তু এই যানবাহনের অনিয়ন্ত্রিত এবং অতিমাত্রায় হর্ন বাজানো আমাদের পরিবেশ এবং জীবনের জন্য হুমকি স্বরূপ। এর শব্দ দূষণের ফলে মানসিক বিপর্যয়, রক্তচাপ, স্নায়ুর অস্থিরতা, হৃদস্পন্দন সহ নানা জটিল রোগ সৃষ্টি করে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছি।
মো. আবদিম মুনিব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন