মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে অনেকেই দামি গয়না, কেউ বা দামি পোশাক অথবা দামি গাড়ি উপহার হিসেবে দিয়ে থাকেন। কিন্তু রাজস্থানের এক ব্যক্তি তার স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে যা উপহার দিলেন, তা চমকে ওঠার মতোই। গত ২৪ ডিসেম্বর অষ্টম বিবাহ বার্ষিকী ছিল রাজস্থানের বাসিন্দা ধর্মেন্দ্র আনিজার। কিন্তু এ বারের বিবাহ বার্ষিকীটা একটু অন্য রকম ভাবে উদ্যাপন করার পরিকল্পনা করেছিলেন তিনি। কোনও দামি গয়না বা পোশাক নয়, উপহার হিসেবে তিনি ‘চাঁদে জমি’ কিনে দিয়েছেন স্ত্রী স্বপ্না আনিজাকে। ধর্মেন্দ্রর বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, “আমাদের বিবাহ বার্ষিকী ছিল ২৪ ডিসেম্বর। স্ত্রীর জন্য স্পেশাল কিছু করব ভাবছিলাম। প্রত্যেকেই তো গাড়ি, নয় গয়না দেন। ওই চিরাচরিত ট্রেন্ড থেকে একটু আলাদা কিছু করার পরিকল্পনা করেছিলাম। ঠিক করলাম, স্ত্রীকে এ বার চাঁদে জায়গা কিনে দিলে কেমন হয়!” নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল-এর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেন ধর্মেন্দ্র। তিনি বলেন, “আমি দারুণ খুশি। আমার মনে হয়, রাজস্থান থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম।” ধর্মেন্দ্রর স্ত্রী স্বপ্নাও এই উপহার পেয়ে খুব খুশি। তিনি বলেন, “এ রকম একটা উপহার পাব, কোনও দিন কল্পনা করিনি। এখন মনে হচ্ছে বাস্তবে চাঁদেই রয়েছি। বিবাহ বার্ষিকীতে ধর্মেন্দ্র আমার হাতে জমি সংক্রান্ত সব দলিল উপহার হিসেবে তুলে দিয়েছে।” সূত্র : হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।