Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ, আটক ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৩:৩৫ পিএম

চট্টগ্রামের মহানগর ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশ জানায়, দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে তিনজনকে আটক করেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার নগরীর নূর আহম্মদ সড়কে নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের লাঠিচার্জ নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। আটক তিনজন হলেন- মোজাম্মেল হক মনজু, মনিরুজ্জামান সায়েম ও শিপন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার সময় হঠাৎ দুই পক্ষ মারামারিতে জড়ায়। পরে পুলিশ লাঠিচার্জ করে ওই ৩ জনকে আটক করে।
শনিবার রাতে ছাত্রদলের ৩৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম তুহিনকে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী কাজির দেউড়ি থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি তাদের পার্টি অফিসে আসার আগে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তবে ছাত্রদল নেতারা নিজেদের মধ্যে মারামারি হয়নি দাবি করে বলেন, পুলিশ মিছিল দেখেই লাঠিচার্জ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ