নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বিজয় দিবস সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী টুর্নামেন্টে নয়টি ইভেন্টের মধ্যে চারটি স্বর্ণপদক, একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে তিনটি ইভেন্টে স্বর্ণপদক, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া একটি করে ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ জেল ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এর আগে দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় সাইক্লিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জোবেরা রহমান লিনু, সহ-সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম ও সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় নয়টি ইভেন্টে বিভিন্ন সংস্থা ও জেলার দুই শতাধিক সাইক্লিষ্ট অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।