প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একটি ওয়েব ফিল্মে কাজ করছেন। অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাসাই’ নামে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে। ওয়েব ফিল্মটির কিছু স্থিরচিত্রও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মিম। তিনি জানান, ওয়েব ফিল্মটিতে ফিল্ম স্টারের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন প্রীতম হাসান। প্রীতম এতে সাধারণ এক ছেলের চরিত্রে অভিনয় করেছেন। একজন ফিল্ম স্টার ও সাধারণ ছেলের গল্প দেখা যাবে এতে। এর দৈর্ঘ্য ৪০ মিনিট। নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ফিল্মটি মুক্তি পাবে। মিম বলেন, কাজটি করতে গিয়ে বেশকিছু চমকপ্রদ দৃশ্যে কাজ করতে হয়েছে। যেটি পর্দায় দেখতে পাবেন দর্শকরা। ভালো কিছুই দেখবেন আশা করছি। এদিকে মিম নতুন একটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির নাম দামাল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন রায়হান রাফি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।