Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

অতিথি পাখি শিকার বন্ধ করুন

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

প্রতি বছর শীতকালে শীত প্রধান দেশগুলো থেকে আমাদের দেশে অতিথি পাখিরা আসে একটু উষ্ণতা, খাদ্য আর নিররাপদ আশ্রয়ের আশায়। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখিরা আসে রৌদজ্জ্বল পরিবেশ আর ঠান্ডা রোদের মিশেল আবহাওয়ার দেশ বাংলাদেশে। নভেম্বর থেকে শুরু হয় এই পাখিদের আনাগোনা। যেন বিল ঝিল মুখোরিত হয়ে ওঠে তাদের পদাচারণায়। আবার গরম পড়তে শুরু করলেই পাখিগুলো ফিরে যায় তাদের আপন ঠিকানায়। কিন্তু রাতের আঁধারে কিছু অসাধু চোরাকারবারি ফাঁদ পেতে শীতের এই অতিথিদের শিকার করে। এ বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনসহ সকলকে সচেতন হতে হবে। কেননা এরা আমাদের মেহমানের মতো, আমাদের পরিবেশ, প্রতিবেশের জন্যও উপকারী। তাই পাখি শিকার রোধে অধিক সচেতন হতে হবে।

মো. তামিম সিফাতুল্লাহ
শিক্ষার্থী, রাজশাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন