মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আলোচিত পিএনবি প্রতারণা কান্ডে অভিযুক্ত নীরব মোদির ভাই নেহাল মোদির বিরুদ্ধে এ বার আমেরিকার এক হিরা সংস্থাকে প্রতারণা করার অভিযোগ উঠল। অভিযোগ, নিউ ইয়র্কের এলএলডি ডায়মন্ডস নামে ওই সংস্থার ২৬ লাখ ডলার প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন নেহাল।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একটা ভুয়া স্কিমের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন নেহাল। এ ব্যাপারে তাঁকে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হবে। নেহালের বিরুদ্ধে আরও অভিযোগ, কটস্কো হোলসেল কর্পোরেশন নামে এক সংস্থার কাছে হিরা দেখানোর নামে করে অন্য এক সংস্থাকে সেই হিরা স্বল্পমেয়াদী ঋণের বিনিময়ে দিয়েছিলেন। তার পর ফের এলএলডি-র কাছে এসে জানান, হিরাগুলো কিনে নিতে রাজি হয়েছে কটস্কো। কিন্তু এলএলডি-কে সেই টাকা দিতে না পারায় নেহাল দাবি করেন, কটস্কো ওই টাকা দিতে অস্বীকার করছে। তখনই এলএলডি-র সন্দেহ হয়, তাদের সাথে প্রতারণা করেছেন নেহাল। তার পরই এলএলডি আদালতের দ্বারস্থ হয়। প্রসঙ্গত, পিএনবি প্রতারণা মামলায় নীরবের সঙ্গে নেহালও অভিযুক্ত। সিবিআইয়ের ‘ওয়ান্টেড’-এর তালিকায় নাম রয়েছে নেহালের। প্রতারণার বিষয়টি ধামাচাপা দেয়া এবং প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র : টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।