মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জো বাইডেন প্রশাসনে আবারও ঠাঁই মিলেছে কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির। এবার এক ভারতীয় বংশোদ্ভূতকে নিজের প্রেস টিমে স্থান দিয়েছেন বাইডেন। তার নাম ভেদান্ত প্যাটেল, জন্ম ভারতের গুজরাটে। বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইড এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্যাটেল হোয়াইট হাউজের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি তৃতীয় কোন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের প্রেস টিমে দায়িত্ব পালন করবেন। ভারতীয় গণমাধ্যম এ খবর গুরুত্ব সহকারে প্রচার করছে।
উল্লেখ্য, জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ভেদান্ত প্যাটেল আঞ্চলিক কমিউনিকেশন্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ও প্রেসকর্মী হিসেবে যে, ১৬ জনের নাম ঘোষণা করেছেন বাইডেন, তাদের মধ্যে তার নামও রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।