Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনে অনড় ক্ষুব্ধ কৃষকরা

নেতার মতো আচরণ করছেন মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ জারি রেখেছে কৃষক সংগঠনগুলো। কিন্তু এখনও অধরা সমাধান সূত্র। এই আবহে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে কৃষকদের এ আইন বোঝানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটির তরফে ভয়ঙ্কর দাবি তুলে জানানো হয়, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর মত নয়, দলের নেতার মত ব্যবহার করছেন।

ইউনিয়নের তরফে জানান হয়, ‘প্রধানমন্ত্রীর জানা উচিত যে, ধান কুইন্টাল প্রতি ৯০০ টাকা দামে বিক্রি হচ্ছে, যদিও এমএসপি প্রতি কুইন্টাল ১৮৭০ টাকা’। এআইকেএসসিসি এক বিবৃতিতে আরও জানিয়েছে যে, কেন্দ্র তাদের আন্দোলনকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করছে বলে এ কথা বলে আন্দোলনকে ছোট করেছেন প্রধানমন্ত্রী মোদি।

মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে কথা বলতে শুক্রবার রায়সেন জেলায় আয়োজিত রাজ্য পর্যায়ের কিষান সম্মেলনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকদের উদ্দেশে মোদি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলো এ আইন ও কৃষকদের নিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। আগের সরকার এ আইন আনার প্রতিশ্রæতি কৃষকদের দিয়েও সে কথা রাখেনি। মোদি সেটাই করার চেষ্টা করেছে’।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে ফের চিঠি দেয়ার কথা রয়েছে ইউনিয়নগুলোর তরফে। এমনকি সরকারের কাছে তাদের আবেদন মিথ্যা খবর না ছড়ানোর। কমিটির তরফে এও জানানো হয় যে, প্রধানমন্ত্রী কৃষকদের কথা শুনতে অস্বীকার করেছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ