Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোয়েবের ছোঁয়ায় জাদু দেখাবেন আমির!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

মোহাম্মদ আমিরের আচমকা অবসর প্রত্যাশিতভাবেই নাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেটকে। বয়ে যাচ্ছে প্রতিক্রিয়ার ঝড়। আক্ষেপ-হতাশা-ক্ষোভ, অনেক কিছুই ফুটে উঠছে সাবেক ক্রিকেটারদের মন্তব্যে। তবে যথারীতি ব্যতিক্রমী শোয়েব আখতার। সাবেক এই ফাস্ট বোলার বলছেন, আমিরকে নিজের কাছে পেলেই বদলে দেবেন তিনি।
আমিরের অবসরের খবর ছড়িয়ে পড়ার পর টুইটারে শোয়েব জানান প্রতিক্রিয়া, ‘আমিরকে আমার কাছে দিন, এরপর দেখুন মাঠে সে কী জাদু দেখায়। ওকে (প্রতিভার) অপচয় হতে দেবেন না।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক তার ইউটিউব চ্যানেলে বলেছেন, এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে পস্তাতে হতে পারে আমিরকে, ‘আমার মনে হয়, আমির একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেছে এবং ওর কাছের মানুষদের উচিত ওকে বোঝানো যে আবেগময় অবস্থায় চটজলদি সিদ্ধান্ত নিলে পরে বেশির ভাগ সময়ই আক্ষেপ করতে হয়। যদি টিম ম্যানেজমেন্ট বা ওয়াকার ইউনিসকে নিয়ে ওর অস্বস্তি থাকে, ওর উচিত ছিল মিসবাহর সঙ্গে কথা বলা। মিসবাহ সাড়া না দিলে পিসিবির সঙ্গে কথা বলতে পারত। আমিরের যে ধরনের সামর্থ্য আছে, ওর উচিত ছিল ফিরে আসার লড়াইয়ে নিজের ওপর আস্থা রাখা ও পাকিস্তানকে আরও অনেক বছর সেবা দেওয়া।’
পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছিলেন না জানিয়ে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন আমির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ