নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল) দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। মিরপুর রয়্যালসের আইকন ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কেপিএলের প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সাতটি ক্যাটাগরিতে মোট ১৮ জন করে খেলোয়াড় বেছে নিয়েছে। সবগুলো দলে রয়েছে পাকিস্তানের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা। রয়্যালসের মালিকের পাশাপাশি আইকন হিসেবে আছেন মোহাম্মদ আমির (রাওয়ালকোট হকস), মোহাম্মদ হাফিজ (মুজাফফারবাদ টাইগারর্স), খুররম মনজুর (কোটলি লায়ন্স), কামরান আকমল (বাঘ স্ট্যালিয়ন্স), শারজিল খান (জম্মু জানবাজ) ও আসাদ শফিক (ওভারসিজ ওয়ারিয়র্স)। আগামী ১১ আগস্ট শুরু হয়ে ২৫ অগাস্ট পর্যন্ত চলবে কাশ্মীর প্রিমিয়ার লিগ। সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ২৫টি ম্যাচ। প্রতিযোগিতার ভেন্যু তিনটি হলো মুজাফফরাবাদ, আজাদ জম্মু ও কাশ্মীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।